সাম্রাজ্যের ত্রাস PDF বই

Table of Contents
সাম্রাজ্যের ত্রাস, সাম্রাজ্যের ত্রাস pdf download, সাম্রাজ্যের ত্রাস বই, সাম্রাজ্যের ত্রাস বই pdf, সাম্রাজ্যের ত্রাস pdf, Inklight publication, Samrajjer trash pdf download

মাইকেল শইয়ারের (Michael Scheuer) জন্ম ১৯৫২ সালে নিউ ইয়র্কে। তার পরিচয় একাধারে ব্লগার, লেখক, আমেরিকার পররাষ্ট্র নীতির সমালোচক, রাজনৈতিক বিশ্লেষক এবং জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের 'শান্তি ও সুরক্ষা' কেন্দ্রের প্রাক্তন সহকারী অধ্যাপক। তবে সবকিছু ছাপিয়ে তার কর্মজীবনের সবচেয়ে উল্লেখযোগ্য পরিচয়টি হলো তিনি আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA-এর একজন প্রাক্তন কর্মকর্তা ত্রিশ বছর বয়সে যোগদানের পর থেকে ২০০৪ সালে পদত্যাগ করার আগ পর্যন্ত প্রায় ২২ বছর CIA-তে কাজ করেছেন। আর এই ক্যারিয়ারেও সবচেয়ে উল্লেখযোগ দিকটি হলো, তিনি ১৯৯৬ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত CIA-এর কাউন্টার টেরোরিজম সেন্টারে 'বিন লাদেন ইস্যু ইউনিট'-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত একই ইউনিটের বিশেষ উপদেষ্টা হিসেবেও কর্মরত ছিলেন। 'বিন লাদেন ইস্যু ইউনিট' কিংবা অন্য নামে Alec Station ছিল উসামা বিন লাদেনকে ট্র্যাক ডাউন করার জন্য আমেরিকার গোয়েন্দাদের বিশেষায়িত দল।

'বিন লাদেন ইস্যু ইউনিট'-এ কাজ করার পুরো সময় জুড়ে উসামা বিন লাদেন, আল-কায়েদা এবং এর মিত্রদের ব্যাপারে অধ্যয়ন করে মাইকেল শইয়ার বেশকিছু উপলব্ধিতে পৌঁছান। এভাবে চলতে চলতে এক সময় নিজের সেই উপলব্ধিগুলো তিনি আমেরিকানদের কাছে পৌঁছে দেওয়ারও তাগিদ অনুভব করেন। সেই তাগিদ থেকে বইও লিখতে শুরু করেন। কিন্তু একইসাথে তৎকালীন পরিস্থিতিতে নিজের উপলব্ধিগুলো ভয়ঙ্করভাবে স্রোতের বিপরীত অনুভব করে শইয়ার প্রথম প্রথম নিজের বই নাম গোপন করে প্রকাশ করেন। এভাবে ২০০২ সালে তাঁর Through Our Enemies' Eyes এবং ২০০৪ সালে Imperial Hubris: Why the West Is Losing the War on Terror প্রকাশিত হয়।

বইগুলোতে তিনি মূলত আমেরিকার ইসলামপন্থী শত্রুদের ব্যাপারে নিজ মাতৃভূমির নীতি নির্ধারকদের ভুল ধারণার সমালোচনা করেন। এছাড়া আমেরিকার আফগানিস্তান ও ইরাক আগ্রাসনের সমালোচনা করে শইয়ার ব্যাখ্যা করেছিলেন যে, আমেরিকা আল-কায়েদার ফাঁদে পা দিয়েছে এবং ফলশ্রুতিতে আমেরিকার অর্থনীতি অচিরেই ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে। ২০০৪ সালে CIA থেকে পদত্যাগ করার পরপরই তিনি বইগুলোর লেখক হিসেবে আত্মপ্রকাশ করেন। এভাবেই মাইকেল শইয়ার আমেরিকার যুদ্ধ ও রাজনীতি, ইসলামপন্থীদের আদর্শ ও কর্মপন্থার একজন মৌলিক ও প্রামাণ্য চিন্তাবিদ হিসেবে সুপরিচিত হয়ে ওঠেন। পরবর্তীতে মাইকেল শইয়ারের আরও দুটো একক বই Marching Toward Hell: America and Islam After Iraq (২০০৮) এবং Osama Bin Laden (২০১১) প্রকাশিত হয়। এই বইগুলোতে শইয়ার তার উপলব্ধি ও বর্ণনাকে প্রাণবন্ত করার পাশাপাশি আরও দালিলিক প্রমাণ দিয়ে বলিষ্ঠ করে তোলেন। এখনও পর্যন্ত মাইকেল শইয়ারের একক মৌলিক বই চারটি হলেও পরবর্তীতে আরও বেশ কয়েকটি বইয়ের সহলেখক হিসেবেও কাজ করেছেন। শইয়ারের সর্বশেষ একক বই Osama Bin Laden বাংলা ভাষায় 'সাম্রাজ্যের ত্রাস' (২০২১) নামে প্রকাশিত হয়।

বই পরিচিতি

বইয়ের নাম:     সাম্রাজ্যের ত্রাস
লেখকের নাম:   মাইকেল শইয়ার
বইয়ের ধরণ:    বিশ্ব রাজনীতি
পৃষ্ঠা সংখ্যা:      ৩৪১ পৃষ্ঠা 
ফাইল সাইজ :   ৬ এম.বি

অস্বীকৃতি

আমাদের সাইটের PDF বইগুলো বিভিন্ন জায়গা থেকে সংগৃহীত। প্রকাশণীর অনুমতি ছাড়া আমরা কখনো নিজে PDF ফাইল তৈরি করিনা। বইগুলো যেহেতু সংগৃহীত তাই আমাদের উপর প্রকাশণীর কোন অভিযোগ গণ্য হবে না। সেক্ষেত্রে যে PDF ফাইল'টি তৈরি করেছে তার কাছে Claim করতে পারেন।

পরামর্শ

ডাউনলোড বাটনে ক্লিক করে কিছু সময় অপেক্ষা করুন। ফাইলটি অটোমেটিক ডাউনলোড না হলে VPN ব্যবহার করুন। ধন্যবাদ।

এসো আরবী শিখি PDF ডাউনলোড